Contact

Contact Us

“হিমোগ্লোবিন নার্সিং” বাংলাদেশের নার্সিং সেক্টরের একটি অন্যতম ও আধুনিক শিক্ষামূলক প্রতিষ্ঠান যা শিক্ষার্থীদেরকে গাইডলাইনের মাধ্যমে নার্সিং ভর্তি ও নার্সিং ক্যারিয়ার গঠনে সহায়ক ভুমিকা পালন করবে। এই প্রতিষ্ঠান নার্সিং পেশায় আসতে আগ্রহী শিক্ষার্থীদেরকে মানসম্মত শিক্ষা উপকরণ দেওয়ার পাশাপাশি প্রতিটি নার্সিং শিক্ষার্থীদেরকে দেশে ও বিদেশে সময় উপযোগী যোগ্য ও দক্ষ নার্স হিসেবে গড়ে তুলতে দৃঢ প্রত্যয়ী।

Email

info@hemoglobinnursing.com

Phone

01765675287

Courses

Student Portal

Careers

General Questions

FAQ

নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩ কবে প্রকাশিত হবে?

ভর্তি পরিক্ষা যে কবে হবে তা সঠিকভাবে বলা যাচ্ছে না। এইচএসসি পরীক্ষা হবার ৩ মাস পর নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। নভেম্বরে এইচএসসি পরীক্ষা হলে মার্চ/এপ্রিলে সার্কুলার প্রকাশিত হতে পারে। এটা এখন আমাদের নার্সিং কাউন্সিল ও মিডওয়াইফারি অধিদপ্তর এর সিদ্ধান্তের নির্ভর করতেছে।

নার্সিং ভর্তি পরীক্ষা ২০২২-২৩ কবে হবে?

নার্সিং ভর্ত বিজ্ঞপ্তি ২০২২২৩ প্রকাশিত হলে এটা বলা যাবে। তবে জেনে রাখুন সার্কুলার প্রকাশিত হবার ১ থেকে ২ মাসের মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে সার্কুলার এপ্রিলে হলে, মে মাসে নার্সিং ভর্তি পরীক্ষা হতে পারে। আর ভর্তি পরিক্ষা হয় শুক্রবারে।

নার্সিং ভর্তি সার্কুলারে কি কি তথ্য থাকে?

সার্কুলারে নার্সিং ভর্তির আবেদনের তারিখ, প্রবেশ পত্র তোলার তারিখ এবং নার্সিং ভর্তি পরীক্ষার তারিখ সব উল্লেখ করে দেওয়া থাকবে।

ডিপ্লোমা; বিএসসি; মিডওয়াইফারি পরীক্ষা কি এক সাথে বা একই দিনে হয়?

মেডিকেলের মত গুচ্ছ পদ্ধতিতে নার্সিং ভর্তি পরীক্ষা একই দিনে, একই সময়ে, একযোগে এবং একই প্রশ্নে অনুষ্ঠিত হয়।

চাইলে কি বিএসসি, ডিপ্লোমা অথবা মিডওয়াইফারি নার্সিং ভর্তি পরীক্ষা এর মধ্যে ২ টা বা ৩ টাই দেওয়ার কোনো ব্যবস্থা আছে?

বিএসসি, ডিপ্লোমা ও মিডওয়াইফারি ভর্তি পরীক্ষা একই দিনে, একই সময়ে অনুষ্ঠিত হয়। তাই, যে কোনো একটি পরীক্ষা দিতে পারবেন।

বিএসসি, ডিপ্লোমা অথবা মিডওয়াইফারি নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন কি ভিন্ন হয়?

বিএসসি, ডিপ্লোমা ও মিডওয়াইফারির প্রশ্ন আলাদা আলাদা হয়। পরীক্ষার্থী যেই কেন্দ্রেই পরীক্ষা দেয় না কেনো, বাংলাদেশের ১৯ টি কেন্দ্রের সকল কেন্দ্রে বিএসসি দের প্রশ্ন একই, সকল কেন্দ্রে ডিপ্লোমা দের প্রশ্ন একই এবং সকল কেন্দ্রে মিডওয়াইফারিদের প্রশ্ন একই। আর প্রশ্ন মেডিকেল বা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থেকে তুলনামূলক ভাবে সহজ হয়।

নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্নে কি সেট থাকে?

হ্যাঁ,সেট থাকে। আপনার সামনের জনের যে প্রশ্ন ১ নাম্বারে সেই প্রশ্ন আপনার ওইখানে ২৩ নাম্বারেও থাকতে পারে। তবে প্রশ্ন ঘুরে ফিরে আসলেও একই হবে।

আবেদন করার সময় পর্যায়ক্রমে কত টি নার্সিং কলেজ/ইনস্টিটিউট চয়েজ দেওয়া যায়?

সব কয়টি কলেজ চয়েজ দেওয়া যায়।

কোন কলেজ/ইনস্টিটিউটে চান্স পেতে বেশি নম্বর লাগে?

ঢাকায় অবস্হিত বিএসসি নার্সিং কলেজ ২ টি (ঢাকা নার্সিং কলেজ এবং কলেজ অফ নার্সিং, শের ই বাংলা নগর) এবং ডিপ্লোমা ইন নার্সিং & মিডওয়াইফারি ইন্সটিটিউট ১ টি (মিটফোর্ড নার্সিং ইন্সটিটিউট, ঢাকা) এই গুলোতে চান্স পেতে হলে বেশি নম্বর পেতে হয়।

বিবাহিত হলে কি নার্সিং পড়া যায়?

হ্যা, পড়া যায়। বিবাহিত থাকলেও সমস্যা নাই।

সরকারি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের অধীনে নার্সিং ইনস্টিটিউটের সংখ্যা ও আসন কতো টি?

সরকারি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ইন্সটিটিউট ৪৬ টি, আসন ২৭৩০ টি।

সরকারি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের অধীনে নার্সিং ইনস্টিটিউটের সংখ্যা ও আসন কতো টি?

সরকারি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ইন্সটিটিউট ৪১ টি এবং মোট আসন সংখ্যা ১০৫০ টি।

সরকারি বিএসসি ইন নার্সিং কোর্সের অধীনে নার্সিং ইনস্টিটিউটের সংখ্যা ও আসন কতো টি?

সরকারি বিএসসি নার্সিং কলেজ ২০ টি এবং আসন সংখ্যা ১৫৩৫ টি।

সরকারিতে নার্সিং ভর্তি পরিক্ষা ২০২০-২১ এ ছেলে কোঠা ২০% করা হবে-এইটা কি সত্য?

সার্কুলার না দেওয়া পর্যন্ত ১০০% সিউর ভাবে বলা যাচ্ছে না। তবে এবার ছেলে ২০% এবং মেয়ে ৮০% নেওয়ার পরিকল্পনা আছে।

কোন কলেজ/ইনস্টিটিউটে কম নম্বরে চান্স হয়?

ঢাকার বাইরে তুলনামূলক ভাবে অল্প নম্বর পেয়ে চান্স পাওয়া যায়।তবে ঢাকা থেকে অনেক দূরের জেলাগুলোতে অবস্হিত নার্সিং কলেজ বা ইনিস্টিউটে আরও কম নম্বরে চান্স পাওয়া যায় উদাহরণ হিসেবে বলা যায় বান্দরবন নার্সিং কলেজ, রাঙামাটি নার্সিং ইনস্টিটিউট।

কত নম্বর পেলে নার্সিং কলেজ বা ইনিস্টিউটে চান্স হয়?

বিগত বছরগুলোর অভিজ্ঞতা থেকে বলা যায় যে বিএসসি তে মেয়েদের ৭০+ ও ছেলেদের ৮০+পেলে চান্স পাওয়ার আশা থাকে

এবং ডিপ্লোমাতে মেয়েদের ৬৫+এবং ছেলেদের চান্স পেতে হলে ৭৫+ মার্ক পেতে হয়।

কোন কেন্দ্রে পরিক্ষা দিবো সেটা কিভাবে জানবো?

বাংলাদেশে ১৯ টি বিভাগীয় পরীক্ষা কেন্দ্রে একই দিনে ও একই সময়ে নার্সিং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আপনি যেকোনো একটি কেন্দ্রে পরীক্ষা দিতে পারবেন। আবেদন করার সময় যে কেন্দ্র চয়েজ দিবেন সেই কেন্দ্রেই আপনাকে পরিক্ষা দিতে হবে। পরীক্ষার কেন্দ্র এডমিট কার্ডে লেখা থাকবে। যেই কেন্দ্রে পরীক্ষা দিতে ইচ্ছুক/সুবিধা হয়, আবেদন করার সময় সেই কেন্দ্র চয়েজ দিবেন।

চান্স পাওয়া না পাওয়া কি কোনোভাবে ভর্তি পরীক্ষা দেওয়ার কেন্দ্রের উপর নির্ভর করে?

না। চান্স পাবার ক্ষেত্রে পরিক্ষা কেন্দ্রের কোনো ভূমিকা নেই।

চান্স পাওয়া নির্ভর করে কি কি বিষয় এর উপর?

চান্স পাওয়া নির্ভর করে ৩ টি বিষয় এর উপর।

🔰নার্সিং ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর

🔰এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজাল্ট থেকে প্রাপ্ত নম্বর

🔰কলেজ/ইন্সটিটিউট চয়েজ এর পর্যায়ক্রমের উপর।

নার্সিং ভর্তি পরীক্ষায় কি নেগেটিভ মার্কিং আছে?

নার্সিং ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্কিং নেই। অর্থাৎ ভুল উত্তর দাগালে তার জন্য কোনো মার্ক/নম্বর কাটা হবে না।

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লেমা ইন মিডওয়াইফারি কোর্সে ভর্তি পরীক্ষার মানবন্টন কি?

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লেমা ইন মিডওয়াইফারি কোর্সে ভর্তি পরীক্ষার মানবন্টন (২০২২ অনুযায়ী)

বাংলাঃ ২০

ইংরেজিঃ ২০

গণিতঃ ১০

সাধারণ বিজ্ঞানঃ ২৫

সাধারণ জ্ঞানঃ ২৫

মোটঃ ১০০ নম্বর

বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষার মানবন্টন কি?

বিএসসি ইন নার্সিং মানবন্টনঃ (২০২২ অনুযায়ী)

🔰বাংলা: ২০ নম্বর

🔰ইংরেজী: ২০ নম্বর

🔰পদার্থ বিজ্ঞান: ১০ নম্বর

🔰রসায়ন বিজ্ঞান: ১০ নম্বর

🔰জীববিজ্ঞান: ১০ নম্বর

🔰সাধারণ জ্ঞান: ২০ নম্বর

🔰গণিত: ১০ নম্বর

মোট: ১০০ নম্বর।

এসএসসি এবং এইচএসসি কত সালে পাস করলে নার্সিং ভর্তি পরীক্ষা ২০২২-২৩ এ অংশগ্রহণ করতে পারবো?

এসএসসি ২০১৯/২০২০ এবং এইচএসসি ২০২১/২০২২ সালে পাসকৃত শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন।

আমি মানবিক ও বাণিজ্য বা কারিগরি বা উন্মুক্ত শাখা থেকে নার্সিং ভর্তি পরীক্ষা দিতে চাই। আমি কি ২০২২-২৩ সালে ভর্তি পরীক্ষা দিতে পারবো?

আপনারা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা ডিপ্লেমা ইন মিডওয়াইফারি কোর্সে ভর্তি পরীক্ষা দিতে পারবেন। তবে তা সিউর হওয়ার জন্যে কারিগরি থেকে পাসকৃত ছাত্রছাত্রীদেরকে সার্কুলার পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ কারিগরি থেকে নার্সিং ভর্তি পরীক্ষা দেওয়াকে কেন্দ্র করে অনেক বিতর্ক চলতেছে।

ডিপ্লেমা ইন মিডওয়াইফারি কোর্সে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা কি?

কোন শিক্ষা বোর্ড হতে এস,এস,সি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০ এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০ এবং মোট ৬.০০ গ্রেড প্রাপ্ত মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। (২০২২ সালের সার্কুলার অনুযায়ী)

ডিপ্লেমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা কি?

যে কোন শিক্ষা বোর্ড হতে এস,এস,সি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০ এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০ এবং মোট ৬.০০ গ্রেড প্রাপ্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন (২০২২ সালের সার্কুলার অনুযায়ী)

বিএসসি ইন নার্সিং কোর্সে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা কি?

বিজ্ঞান বিভাগে জীববিজ্ঞান বিষয়ে গ্রেড ৩.০০ সহ যারা এস এস সি / সমমানের পরীক্ষায় এবং এইচএস সি / সমমানের পরীক্ষায় কমপক্ষে ৩.০০ গ্রেড এবং মোট ৭.০০ গ্রেড নিয়ে পাস করেছেন তারাই কেবলমাত্র বিএসসি ইন নার্সিং কোর্সে আবেদন করতে পারবেন।(২০২২ সালের সার্কুলার অনুযায়ী)

সরকারি নার্সিং ভর্তি পরীক্ষায় পাস মার্ক কত?

পাস মার্ক মাত্র ৪০।

চান্স পাবার পর ভর্তি হবার সময় কি কি মেডিকেল টেস্ট করে তারপর ভর্তি করায়?

আপনার রক্তের গ্রুপ, হিমোগ্লোবিন টেস্ট, প্রস্রাব টেস্ট, বুকের এক্স রে এবং আপনার উচ্চতা ও ওজন পরিক্ষা করা হবে।

বিজ্ঞানের ছাত্র হলেও যদি আমি অপশনাল সাবজেক্ট এ ফেইল করে তাহলে কি বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষা দিতে পারবো?

যদি আপনি জীববিজ্ঞানে পাস করে থাকেন এবং অপশনাল হিসেবে অন্য বিষয় থাকে,তাহলে আপনি বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষা দিতে পারবেন।

0

Your Cart

    Product Price Quantity Total
Empty Cart

Your cart is empty